HUGO : ডিরেক্টরি স্ট্রাকচার, কন্টেন্ট ম্যানেজমেন্ট ও অন্যান্য

আমার আগের দুই আর্টিকেলে আমি HUGO দিয়ে ব্লগ সাইট তৈরি এবং সেটি Netlify এ পাবলিশ করার কৌশল নিয়ে আলোচনা করেছি। এই লেখাটিতে Hugo এর ডিরেক্টরি স্ট্রাকচার ও কন্টেন্ট ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যেহেতু HUGO সাইট তৈরি সাধারণ সাইট তৈরির মত নয়, তাই এর ফাইল সিস্টেম ও কন্টেন্ট ম্যানেজমেন্ট অনেকটাই আলাদা। এই লেখাটি পড়ার আগে HUGO সম্পর্কে বেসিক ধারণা রাখা জরুরি। আমার আগের প্রকাশিত HUGO ব্যবহার করে ব্লগসাইট তৈরি এবং HUGO সাইট নেটলিফাই এ পাবলিশ করা লেখা দুইটি পড়ে আসতে পারেন। ...

September 27, 2020 · Suvash Kumar